ট্রাইক্লিসাইল ফসফেট (TCP) :
উত্তর: এটি প্রকৃতপক্ষে বর্ণহীন, গন্ধহীন, অনুদদ্বায়ী এবং স্থায়ী তরল। এটি জলে অদ্রাব্য, কিন্তু উদ্ভিজ্জ তেলে খুব সহজেই দ্রবীভূত হয়। এই দ্রব্যটি ভেজাল হিসেবে সরষের তেল ও অন্যান্য উদ্ভিজ্জ তেলের সঙ্গে মেশানো হয়। এই TCP-যুক্ত তেল পরপর 20 দিন খাদ্য হিসেবে গ্রহণ করলে, মানবদেহে পক্ষাঘাত-জাতীয় রোগ হয়। ফসফরাস-যুক্ত কীটনাশক প্যারাথিয়নের মতো TCP-ও মানবদেহে স্নায়ু ও পেশির নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অকেজোক রে দেয়। শুধু তাই নয়, এটি হাত-পা অসাড় করে দেয় এবং চিরদিনের মতো মানুষকে পঙ্গু করে তোলে।
0 Comments