মাধ্যমিক 2024
জীবন বিজ্ঞান
সাজেশন
বন্ধুরা মাধ্যমিক 2024 এর জীবন বিজ্ঞান এর সাজেশন আলোচনা করা হল নীচে। আশাকরি 99% প্শ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। 1 মার্কের প্রশ্ন তোমরা যে কোনো টেস্ট পেপারের 10 টা পেজ সমাধান করলে পেয়ে যাবে। নীচে 2 ও 3 মার্কের প্রশ্নগুলো দিলাম।
- ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য
- লজ্জাবতির পাতায় ও কাণ্ডের চলনের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যায় কি ব্যাখ্যা করো
- হরমোন কে রাসায়নিক সমন্বায়াক বলা হয় কেন
- কৃত্রিম উদ্ভিদ হরমোন এর কৃষিকাজে ব্যবহার লিখ
- কৃষিকার্যে অক্সিন এর কাজ
- অগ্নাশয় কে মিশ্র গ্রন্থি বলে কেন
- ADH এর অভাবে কি ঘটে
- GTH, TSH, ইস্ট্রোজেন, প্রোজেষ্টেরণ, টেষ্টোস্টেরণ এর কাজ কি
- কোন হরমোন কে ক্যালোরিজেনিক হরমোন বলে
- কেন অ্যাড্রিনালিন হরমোন কে আপদকালীন হরমোন বলে
- রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোন এর ভূমিকা কি
- ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস এর পার্থক্য লিখ
- নিউরোন ও স্নায়ুর সম্পর্ক কি
- হরমোন ও স্নায়ুর পার্থক্য লিখ
- অ্যাসিটাইল কোলিন এর কাজ কি
- লঘু ও গুরু মস্তিষ্কের পার্থক্য লিখ
- মেনিনজেস কি এর কাজ লিখ
- সাসুন্মাকাণ্ডের কাজ কি
- তোমার স্কুলে যখন ছুটির ঘন্টা বাজে তখন তুমি কিভাবে সাড়া দাও তা শব্দ চিত্রের মাধ্যমে দেখাও
- প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে উদাহরণের মাধ্যমে বোঝাও
- উপযোজন কাকে বলে
- কাছের ও দূরের বস্তু দেখার ক্ষেত্রে কিভাবে উপযোজান ঘটে ব্যাখ্যা করো
- মায়োপিয়া, হাইপারোপিয়া ও প্রেসবায়োপিয়া কি এর সমাধান কিভাবে সম্ভব
- বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হল এর কারণগুলি লিখ
- মাছের গমনে সাহায্যকারী প্রধান অংশগুলি কি কি
- কনুই এর অস্থি সন্ধি কি প্রকারের এবং সংশ্লিষ্ট অঙ্গের সঞ্চালনে এর ভূমিকা কি
- সাইনোভিয়াল তরল এর কাজ কি
- ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির কার্য পদ্ধতি পরস্পরের বিপরীধর্মী - উদাহরণ সহ ব্যাখ্যা করো
- ইনসুলিন ও গ্লুকাগণ পরস্পরের বিপরীধর্মী ব্যাখ্যা করো
- ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন এর পার্থক্য লিখ
- কনজাংটিভাইটিস কি
- মানব চক্ষুর স্ক্লেরা, কোরয়েড, রেটিনা, আইরিশ এর অবস্থান ও কাজ লিখ
- ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, রোটেটর পেশির কাজ ও উদাহরণ।
- নিউক্লিওটাইড কী?
- গেইটোনোগ্যামি কী
- মাইটোটিক অ্যাপারেটাস' বলতে কী বোঝো?
- প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে'-এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো
- একটি প্রাণীকোশের বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কী ঘটবে
- মিয়োসিস কোশ বিভাজনকে 'হ্রাস বিভাজন' বলে কেন?
- ক্রসিংওভার কী?
- ক্রসিংওভারের গুরুত্ব লেখো
- কোশচক্রের S-দশার গুরুত্ব উল্লেখ করো
- কোশচক্রের Go দশা কী? উদাহরণ দাও।
- স্টক ও সিয়ন বলতে কী বোঝো?
- কাটিং-এর মাধ্যমে কীভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়
- মাইক্রোপ্রোপাগেশনের উদ্দেশ্য বা গুরুত্ব লেখো
- একটি ফার্নের (ড্রায়োেপটেরিস) জনুক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও ।
- একটি ফুলের গর্ভপত্র সাধারণত কী কী অংশ নিয়ে গঠিত?
- কোনো কোনো প্রাণী কোরকোদ্গম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে।
- প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন পদ্ধতি সম্বন্ধে লেখো
- অপুংজনি বলতে কী বোঝো? এর উদাহরণ দাও
- কোন্ কোন্ বাহক প্রদত্ত উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন ▲ হয়?-(ক) ধান, (খ) পাতাঝাঁঝি, (গ) শিমুল, (ঘ) আম।
- ক্রোমোজোম, DNA, জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো।
- মিয়োসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক"- তুমি কীভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে
- ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো।
- মিয়োসিস কোশ বিভাজনের তাৎপর্য লেখো
- আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি ও উগ্যামির পার্থক্য
- ইমাসকুলেশন কাকে বলে
- শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি দেখাও।
- অ্যালিল কী?
- জিন বলতে কী বোঝো
- জিন ও অ্যালিলের সম্পর্ক কী
- প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশিত হয় তা উদাহরণসহ বুঝিয়ে লেখো
- স্বাধীনবিন্যাস সূত্রটি ব্যাখ্যা করো
- মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি লেখো
- কোনো কোনো ফিনোটাইপের একাধিক জিনোটাইপ এবং ↑ অপর কোনো কোনো ফিনোটাইপের একটিই জিনোটইপ থাকতে পারে" -মটরগাছের ক্ষেত্রে দ্বিসংকর জননের পরীক্ষা লব্ধ ফলাফল থেকে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
- টেস্ট ক্রস কী?
- ব্যাক ক্রস কী
- টেস্ট ব্রুসের গুরুত্ব লেখো
- থ্যালাসেমিয়া কী?
- থ্যালাসেমিয়া কয় প্রকার ও কী কী
- থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কী কী?
- থ্যালাসেমিয়া রোগে। ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়'- এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো।
- হিমোফিলিয়ার লক্ষণ লেখো
- ক্রিস-ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝায়?
- হিমোফিলিয়া কীভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও
- মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো।
- মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও
- স্ত্রীলোককে হোমোগ্যামেটিক বলে কেন
- অনেক সময় দেখা যায় যে, বাবা ও মা উভয়েই স্বাভাবিক। কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কীভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো।
- পুরুষরা বর্ণান্ধতার বাহক হয় না কেন?
- কোয়াসারভেট কী?
- মাইক্রোস্ফিয়ার কী
- কোয়াসারভেটকে 'কোশের অগ্রদূত' বলা হয় কেন
- জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো
- বায়োজেনেটিক সূত্রটি লেখো।
- ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্র', অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো
- ল্যামার্কের মতবাদের সপক্ষে দুটি উদাহরণ দাও
- ল্যামার্কের মতবাদের বিপক্ষে দুটি উদাহরণ দাও
- যোগ্যতমের উদ্বর্তন'- বলতে কী বোঝো
- বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ প্রচুর হরিণ আছে। এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হল। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা লেখো
- জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও।
- ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে
- সমবৃত্তীয় অঙ্গের উদাহরণসহ (উদ্ভিদ ও প্রাণী) সংজ্ঞা দাও
- যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে 'তিমির ফ্লিপার' ও 'পাখির ডানা'-কে সমসংস্থ অঙ্গা বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো
- প্রাণীদেহে লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতির তাৎপর্য ব্যাখ্যা কারো।
- ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো
- সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে?
- পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কী কী?
- উটের ডিম্বাকার RBC-এর সুবিধা কী?
- ডারউইনের মতবাদ অনুসারে কীভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
- প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব অনুযায়ী 'অস্তিত্বের জন্য সংগ্রাম' ব্যাখ্যা করো।
- নতুন প্রজাতির জীব সৃষ্টিতে 'যোগ্যতমের উদ্বর্তন' ও 'প্রাকৃতিক নির্বাচনবাদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো
- অভিযোজনে পটকার ভূমিকা কী কী?
- সংক্ষেপে মেরুদন্ডী প্রাণীর তুলনামূলক ভূণতত্ত্বগত প্রমাণটি যে বিবর্তনে সহায়তা করে তা উল্লেখ করো।
- সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ বলতে কী বোঝো? কীভাবে বিবর্তনের ধারণাকে সমর্থন করে।
- অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখো
- মরুভূমির পরিবেশে মানিয়ে নিয়ে বেঁচে থাকার জন্য উটের দেহের পরিবর্তনগুলি আলোচনা করো।
- নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো
- অ্যামোনিফিকেশন কাকে বলে? উদাহরণ দাও
- নাইট্রিফিকেশন কাকে বলে? উদাহরণ দাও
- ডিনাইট্রিফিকেশনের সংজ্ঞাসহ উদাহরণ দাও।
- গৌণ বায়ুদূষক কাকে বলে? উদাহরণ দা
- গ্রিন হাউস প্রভাব কী
- অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি কাকে বলে
- জলদূষণের দুটি কুপ্রভাব উল্লেখ করো
- ইউট্রোফিকেশনের ক্ষতিকর প্রভাবগুলি লেখো
- অ্যালগাল বুম কী?
- বিশ্ব উয়ায়ন কাকে বলে?
- বিশ্ব উন্নায়নের কারণ আলোচনা করো
- বিশ্ব উয়ায়নের দুটি প্রভাব লেখো
- SPM বলতে কী বোঝো?
- মানুষের ওপর বায়ুদূষণের প্রভাব উল্লেখ করো।
- PAN কী?
- ফুসফুসের ক্যানসারের দুটি কারণ লেখো
- ফুসফুসের ক্যানসার রোগের লক্ষণ লেখো।
- জলাভূমিকে ‘প্রাকৃতিক বৃক্ক' বলা হয় কেন?
- ন্যাটালিটি বলতে কী বোঝো?
- অ্যাজমা বা হাঁপানির কারণগুলি লেখো
- অ্যাজমা বা হাঁপানির লক্ষণগুলি লেখো
- ব্রংকাইটিসের কারণ লেখো
- অ্যাজমা ও ব্রংকাইটিসের মতো রোগের নেপথ্যে পরিবেশ দূষণের ভূমিকা উল্লেখ করো
- বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ুদূষণের একটি অন্যতম প্রধান কারণ” – যুক্তিসহ উক্তিটি সমর্থন করো।
- এনডেমিক প্রজাতি কাকে বলে? উদাহরণ দাও।
- In situ এবং Ex situ সংরক্ষণ বলতে কী বোঝো?
- ক্রায়োসংরক্ষণ কাকে বলে? উদাহরণ দাও।
- প্রাকৃতিক, শিল্পজাত ও জৈবিক নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতিটি বর্ণনা করো
- পরিবেশে N2 মুক্ত ও আবদ্ধকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা সংক্ষেপে লেখো।
- ইউট্রোফিকেশন কাকে বলে
- জৈব বিবর্ধন কাকে বলে
- জীববৈচিত্রের অর্থনৈতিক গুরুত্বগুলি সংক্ষেপে আলোচনা করো।
- জীববৈচিত্র্য হ্রাসের গুরুত্বপূর্ণ কারণগুলি উদাহরণসহ আলোচনা করো।
0 Comments