Ad Code

থ্যালাসেমিয়া রোগে যকৃৎ ও প্লীহার বৃদ্ধির কারণ কী

থ্যালাসেমিয়া রোগে যকৃৎ, প্লীহার বৃদ্ধির কারণ কী?


উত্তর : থ্যালাসেমিয়া রোগে লোহিত রক্তকণিকাস্থিত হিমোগ্লোবিনের গঠন ত্রুটিযুক্ত হওয়ার RBC-এর আয়ু কমে যায় এবং অতিমাত্রায় RBC ধ্বংস হয়। অস্বাভাবিক হিমোগ্লোবিনের গঠনের জন্য এবং RBC ধ্বংসের জন্য রোগীকে বাইরে থেকে রক্ত নিতে হয়। ফলে যকৃতে অধিক পরিমাণে লোহা সঞ্চিত হয়। এর ফলে যকৃতের অতিরিক্ত বৃদ্ধি অর্থাৎ, হেপাটোমেগালি ঘটে।

• অতিরিক্ত RBC ধ্বংসের ফলে মৃত কোশ অপসারণের জন্য প্লীহা অতিমাত্রায় সক্রিয় হয়। ফলে প্লীহার বৃদ্ধি ঘটে অর্থাৎ স্পিনোমেগালি হয়।

Post a Comment

0 Comments

Close Menu