Ad Code

টেট্রাডাইনেমাস পুং স্তবক কোন উদ্ভিদের বৈশিষ্ট্য

 টেট্রাডাইনেমাস পুং স্তবক কোন উদ্ভিদের বৈশিষ্ট্য

1) তুলসী

2) রক্তদ্রোণ 

3) মূলো 

4) অপরাজিতা

উত্তর : মূলো

টেট্রাডাইনেমাস পুংস্তবক : যে ফুলের পুংস্তবক ছয়টি পুংকেশর নিয়ে গঠিত, তাকে টেট্রাডাইনেমাস পুংস্তবক বলে। ছটি পুংকেশর এর মধ্যে চারটি বড়ো এবং দুটি ছোট হয়ে থাকে। 

উদাহরণ : Brassica family তে এই ধরনের পুং স্তবক দেখা যায়।


Post a Comment

0 Comments

Close Menu