প্রত্যক্ষ সংযোগ বা সংশ্লেষন বিক্রিয়া :
যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল সরাসরি নিজেদের মধ্যে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে, তাকে প্রত্যক্ষ সংযোগ বা সংশ্লেষন বিক্রিয়া বলে।
উদাহরণ : উত্তপ্ত অবস্থায় ম্যাগনেশিয়াম (Mg) এবং অক্সিজেন(O2) বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম অক্সাইড(MgO) উৎপন্ন হয়।
2Mg + O2 = 2MgO
0 Comments