নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 23 শে জানুয়ারী :- দিন দিন লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। গত কয়েক বছর ধরে, খাদ্য থেকে শুরু করে জ্বালানি এবং প্রয়োজনীয় সকল পণ্যের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে।এই মূল্য বৃদ্ধি সাধারণ খেটে খাওয়া গরীব মানুষদের জীবনযাত্রায় ব্যাপক ভাবে প্রভাব ফেলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে ধরা হচ্ছে, আবহাওয়া জনিত সমস্যা। কোথাও বৃষ্টিপাত নেই এবং কোথাও অধিক বৃষ্টি ও শিলা বৃষ্টির ফলে ফসল নষ্ট হয়ে যাওয়ার মতো কারন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ভারতবাসীর জন্য একটি গুরুতর সমস্যা। চাল, ডাল, শাক-সবজি ও তেল, এমনকি ওষুধ সহ সব কিছু দাম প্রায় আকাশ ছোঁয়া। এইরকম মূল্যবৃদ্ধি চলতে থাকলে সাধারণ মানুষের জীবন দুর্দশায় পরিণত হবে। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কম করার জন্য ভারত সরকারকে কোন পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্যের এরকম মূল্যবৃদ্ধি হওয়ার ফলে বহু পরিবার তাদের খাদ্য জোগার করতে না পেরে খাদ্য অভাবে তারা প্রাণ হারাচ্ছে। সরকার এই সব সাধারণ মানুষদের সাহায্য না করলে, তাদের জীবন গভীর সংকটের মুখে পড়তে পারে।
0 Comments