Ad Code

মান ও অভিমুখ থাকা সত্বেও ভেক্টর রাশি নয় কোন রাশি

মান ও অভিমুখ থাকা সত্বেও ভেক্টর রাশি নয় কোন রাশি?

মান ও অভিমুখ থাকলেই যে সেই ভৌতরাশিকে ভেক্টর রাশি বলা যাবে তা নয়। 

যেমন-তড়িৎ প্রবাহমাত্রার মান ও অভিমুখ দুই-ই আছে, কিন্তু ইহার যোগ ভেক্টর যোগের নিয়মানুযায়ী হয় না। সেজন্য তড়িৎপ্রবাহমাত্রা ভেক্টর রাশি নয়। এটি একটি স্কেলার রাশি।

আবার একই নিয়মে চাপেরও মান ও অভিমুখ থাকা সত্ত্বেও চাপ স্কেলার রাশি।

Post a Comment

0 Comments

Close Menu