GOR (Gastro Oesophageal Reflux):
শিশু খাবার খাওয়ার অল্প পরেই বা খেতে খেতে খাদ্য উগরে দেয় বা বমি করে। একে GOR বলে। এর প্রতিরোধে শিশুকে ধীরে ধীরে অল্প পরিমাণে খাদ্য খেলার ছলে খাওয়াতে হবে। শিশুকে খাওয়ানোর সময়, বকাবকি করা চলবে না। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
0 Comments