Ad Code

ডেঙ্গু সচেতনতা প্রতিবেদন রচনা

 আবারও বাড়ছে ডেঙ্গি আতঙ্ক


নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 22 শে জানুয়ারী:- ডেঙ্গির চোখ রাঙানি বাড়ছে নদিয়া জেলাতে। কপালে ভাঁজ পড়েছে জেলা স্বাস্থ্য দফতরের। এবার নদিয়া জেলার শান্তিপুরে একই ওয়ার্ডে 6 জন ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর মিলল। বিশেষ পর্যবেক্ষণে স্বাস্থ্য দফতরে আধিকারিকরা। জানা গিয়েছে, ইতিমধ্যে নদিয়া জেলার রানাঘাটে প্রতিদিনই বাড়ছে হু হু করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি প্রতিরোধে হিমশিম খেতে হচ্ছে পুরসভাকে। এবার নদিয়ার শান্তিপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে 6 জন ডেঙ্গি আক্রান্ত হয়। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ শান্তিপুর পুরসভার। নদিয়া জেলায় 703 এখনও সংক্রমিত, যা শীর্ষে সারা রাজ্যে। আবার পুর ও পঞ্চায়েত সমিতি এলাকার হিসেব অনুযায়ী রানাঘাট পুরসভা 57 জন এবং রানাঘাট ব্লক-1 এ 17 জন আক্রান্ত হয়েছেন। এদিন এক নম্বর ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে আসে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা, সঙ্গে ছিলেন পুরসভার পুর আধিকারিকরা। ওই ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে বিশেষভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি জমে থাকা জল ও জলাশয় জায়গাগুলিতে গিয়ে মশার লার্ভা নিধনে করলেন কীটনাশক স্প্রে। এছাড়াও প্রত্যেকটি বাড়িতে গিয়ে সচেতন করলেন মানুষদের।

Post a Comment

0 Comments

Close Menu