চন্দ্রমান 3 নিয়ে একটি প্রতিবেদন রচনা কর
চন্দ্রযান 3 ছুঁল চাঁদের মাটি, ইতিহাস রচনা ভারতের
নিজস্ব সংবাদদাতা, মেদীনিপুর 21 জানুয়ারী, 2024: ইতিহাস রচনা করল ভারত। আর তার মূল কান্ডারী ISRO। চাঁদের মাটিতে পৌঁছে গেল চন্দ্রযান 3 । নির্দিষ্ট সময়েই চাঁদে সফট ল্যান্ডিং করল রোভার বিক্রম। 5টা 44 মিনিট থেকে শুরু হয় ল্যান্ডিং প্রক্রিয়া। চলতি বছরের 14 জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে চন্দ্রযান 3 । বেলা 2টো 35-এ সফলভাবে উৎক্ষেপন হয়। এরপর কেটেছে এক মাসেরও বেশি সময়। অবশেষে 23 অগাস্ট সন্ধে 6 টা 4 মিনিটে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান 3। চাঁদে নামার আগে 30 কিলোমিটার দূরে অবস্থান করছিল চন্দ্রযান 3 । ওই 30 কিলোমিটার নামতে 19 মিনিট সময় লাগে। কোন বিপত্তি যাতে না ঘটে তারজন্য ধাপে ধাপে গতি ও উচ্চতা কমানো হয়। ভারত বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠেছে। শুধু ভারত এবং ইসরোর বিজ্ঞানীরা নয়, প্রতিটি ভারতীয় একই প্রার্থনা করছেন। অবশেষে ভারতের 40 দিনের অপেক্ষার অবসান হলো। চন্দ্রযান-3-এর সফল অবতরণের পেছনে বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি কাজ করেছে প্রায় 140 কোটি মানুষের প্রার্থনাও। ISRO-এর 16,500 বিজ্ঞানী গত চার বছর ধরে যে কঠোর পরিশ্রম করেছিলেন, তা সম্পূর্ণ হয়েছে। সফট ল্যান্ডিংয়ে মাধ্যমে বিশ্বের চারটি দেশের তালিকায় এখন নাম যুক্ত হয়েছে ভারতেরও। এবার আসল কাজ শুরু হবে বিজ্ঞানীদের। প্রথম এক ঘন্টা বিজ্ঞানীরা বিশেষ নজর রাখবেন যানটির দিকে। সেই সময়ই রোভারটি ল্যান্ডারকে একা ফেলেই চলে যাবে এবং সেখানে একটি দিন কাটাবে। এই সময়ে, ইসরো বিজ্ঞানীরা চাঁদে জলের পাশাপাশি খনিজ সম্পর্কেও বিভিন্ন তথ্য পাবেন। ভারত হল চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ। এই মিশন তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে উদ্বুদ্ধ করবে।
0 Comments