Grow and Release পদ্ধতিতে বংশবিস্তার করে কোন প্রাণী
উত্তর : হাইড্রা তে Grow and Release পদ্ধতিতে বংশবিস্তার হয়। অর্থাৎ কোরকোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার হয়। প্রথমে হাইড্রাতে দেহের বাইরের দিকে একটি উপবৃধি বা কোরক উৎপন্ন হয় একে grow বলে। তারপর কোরক মূল দেহ থেকে আলাদা হয়ে যায় একে বলে Release. এইভাবে হাইড্রা তে বংশবিস্তার হয়ে থাকে।
0 Comments