ক্যাপটিভ ব্রিডিং কাকে বলে ?
উত্তর : নিয়ন্ত্রিত পরিবেশে বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষিত বনাঞ্চল, চিড়িয়াখানা বা অন্য কোনো সংরক্ষণ সুবিধা সমন্বিত স্থানে প্রাণী প্রজনন দ্বারা তাদের সংখ্যা বৃদ্ধির পদ্ধতিকে 'ক্যাপটিভ ব্রিডিং' বলে।
কুমির, গন্ডার, রেড পান্ডা প্রভৃতি বিপন্ন প্রাণীর ক্ষেত্রে তাদের সংখ্যা বৃদ্ধিতে 'ক্যাপটিভ ব্রিডিং'-এর সাহায্য নেওয়া হয়।
0 Comments