Ad Code

সিনেমা শিল্পে শিশুর কণ্ঠে গান মহিলা শিল্পীর দ্বারা পরিবেশন করা হয় কেন?

 সিনেমা শিল্পে শিশুর কণ্ঠে গান মহিলা শিল্পীর দ্বারা পরিবেশন করা হয় কেন?

উত্তর : পুরুষের গলার স্বরতন্ত্রী পর্দা বয়স বৃদ্ধির সঙ্গে দৃঢ় হয়ে যায়। নমনীয়তা কম থাকায় স্বরতন্ত্রীর কম্পনের কম্পাঙ্ক শিশু বা প্রাপ্তবয়স্ক মহিলার স্বরযন্ত্র থেকে সৃষ্ট শব্দের কম্পাঙ্ক অপেক্ষা কম হয়। তাছাড়াও শিশু বা মহিলাদের স্বরতন্ত্রীর দৈর্ঘ্য পুরুষের স্বরতন্ত্রীর দৈর্ঘ্য (20 mm) অপেক্ষা প্রায় 5 mm কম থাকে। কম্পাঙ্ক স্বরতন্ত্রীর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হওয়ায়, শিশু ও মহিলাদের গলার স্বরের কম্পাঙ্ক অপেক্ষাকৃত বেশি হয়। তীক্ষ্ণতা যেহেতু কম্পাঙ্কের সমানুপাতিক, তাই স্বাভাবিকভাবেই পুরুষের গলার স্বরের তুলনায় শিশু বা মহিলাদের গলার স্বর বেশি তীক্ষ্ণ হয়।

Post a Comment

0 Comments

Close Menu