Ad Code

কেঁচো কে চাষীর বন্ধু বলে কেন

 কেঁচো কে চাষীর বন্ধু বলে কেন

উত্তর: কেঁচো পচা জৈব বস্তু খেয়ে তাকে মল রূপে মাটিতে মিশিয়ে দেয় ফলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। এছাড়া কেঁচো মাটিতে বসবাস করার ফলে মাটি আলগা হয়ে যায়, ফলে মাটিতে অক্সিজেন চলাচলের পরিমাণ বৃদ্ধি করে, তাই কেঁচো কে চাষীর বন্ধু বলে।


Post a Comment

0 Comments

Close Menu