রক্তকে তরল যোগকলা বলার কারণ :
(i) রক্ত ভ্রূণজ মেসোডার্ম থেকে উৎপন্ন হয়।
(ii) রক্তে কোশীয় উপাদানের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি।
(iii) রক্ত তরল ধাত্রের সাহায্যে জীবদেহের কলা-কোশ, অঙ্গ ও তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করে।
(iv) রক্তে কোনো ভিত্তিপর্দা থাকে না ।
0 Comments