প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়ার কারণ:
প্লুটোকে অন্তর্ভুক্ত করে একসময় বলা হত সৌরজগতে মোট নয়টি গ্রহ। কিন্তু পরবর্তী সময় বিভিন্ন প্রকার পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায়, গ্রহগুলির মধ্যে প্লুটো আকারে অত্যন্ত ছোটো এবং তাই এর ভর সবচেয়ে কম ও অভিকর্ষজ টানও খুব দুর্বল। ফলে প্লুটো নিজের কক্ষপথের কাছাকাছি থাকা মহাজাগতিক বস্তুসমূহকে সরিয়ে দিতে পারে না। তা ছাড়া এর কক্ষপথও সুনির্দিষ্ট না হওয়ায় এটি মাঝেমধ্যে নেপচুনের কক্ষপথে প্রবেশ করে। এইসব কারণগুলির জন্য 2006 সালের 24 আগস্ট International Astronomical Union প্লুটোকে অন্যান্য গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে 'বামন গ্রহ' হিসেবে চিহ্নিত করেছে।
0 Comments