পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান না হওয়ার কারণ :
পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক হওয়ার জন্য কেন্দ্রবহির্মুখী শক্তির প্রভাবে নিরক্ষীয় প্রদেশটি বেশি স্ফীত (নিরক্ষীয় ব্যাস 12757 কিমি) এবং মেরু প্রদেশে এই বেগ সবচেয়ে কম হওয়ায় সেখানে অধিক কেন্দ্রমুখী শক্তির কারণে দুই মেরুপ্রদেশ চাপা (মেরু ব্যাস 12714 কিমি) হয়েছে।
0 Comments