নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হওয়ার কারণ :
যেসব স্থান পৃথিবীর কেন্দ্রের কাছে অবস্থিত, সেইসব স্থানে মাধ্যাকর্ষণ বলের প্রভাব বেশি। ফলে বস্তুর ওজনও বেশি হয়। পৃথিবীর আকৃতি অভিগত গোলক অর্থাৎ পৃথিবীর মেরুপ্রদেশ চাপা এবং নিরক্ষীয় প্রদেশ স্ফীত। তাই নিরক্ষীয় অঞ্চল পৃথিবীর কেন্দ্র থেকে দূরে অবস্থিত হওয়ায় মাধ্যাকর্ষণ বলের মান মেরু অঞ্চল অপেক্ষা কম হয় এবং বস্তুর ওজনও কম হয়। সুতরাং স্বাভাবিকভাবেই নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে।
0 Comments