কয়লা খনিতে মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে কেন ?
উত্তর >> কয়লাখনির গ্যাসে মিথেন অক্সিজেনের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। আগুনের উপস্থিতিতে মিথেন, অক্সিজেনের সাথে বিস্ফোরণসহ বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে।
CH4 + 202 → CO2 + 2H2O
তাই কয়লাখনিতে মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে।
0 Comments