Ad Code

স্কাউট মৌমাছি ও ফোরেজার মৌমাছির পার্থক্য

স্কাউট মৌমাছি ও ফোরেজার মৌমাছির পার্থক্য | স্কাউট ও ফোরেজার মৌমাছি কাকে বলে

মৌচাকে দুই প্রকার কর্মী মৌমাছি থাকে, যথা স্কাউট বা খাদ্য সন্ধানী কর্মী মৌমাছি এবং ফোরেজার বা খাদ্য সংগ্রাহক কর্মী মৌমাছি। 

স্কাউট মৌমাছি : যে সমস্ত শ্রমিক মৌমাছি খাদ্যের সন্ধান করে এবং খাদ্যের সন্ধান পেলে এরা মৌচাকে ফিরে এসে চাকের সামনে বিশেষ নাচের ভঙ্গিতে দেহ সঞ্চালন দ্বারা অপর মৌমাছিদের (ফোরেজার) খাদ্যের উৎস সম্পর্কে বার্তা বা সংকেত প্রদান করে, তাদের স্কাউট মৌমাছি বলে। 

ফোরেজার মৌমাছি : যে সমস্ত শ্রমিক মৌমাছি স্কাউট মৌমাছি প্রদত্ত বার্তাকে অনুসরণ করে খাদ্যের উৎসে গিয়ে খাবার সংগ্রহ করে আনে তাদের ফোরেজার মৌমাছি বলে। 

Post a Comment

0 Comments

Close Menu