সে ভয়ানক দুর্লভ জিনিস - কোন্ জিনিসের কথা বলা হয়ছে? তা দুর্লভ কেন?
Ans... সুবোধ ঘোষের 'বহুরূপী' গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকে 'দুর্লভ জিনিস' বলা হয়েছে। 'খুবই উঁচু দরের' সন্ন্যাসীর বয়স হাজার বছরেরও বেশি। হিমালয়ের গুহায় একটি হরীতকী খেয়ে তিনি জীবনধারণ করে চলেছেন। ফলত তাঁর পায়ের ধুলো পাওয়া আদৌ সহজলভ্য বস্তু ছিল না। জগদীশবাবু অবশ্য সোনার বোল লাগানো নতুন খড়ম পরানোর ফাঁকে দুর্লভ জিনিসটি সংগ্রহ করেছিলেন।
0 Comments