ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে– ছেলেদুটি কে কে? তাদের মধ্যে তফাত কোথায় ?
Ans... পান্নালাল প্যাটেল রচিত এবং অর্থকুসুম দত্তগুপ্ত অনুদিত 'অদল বদল' গল্পে ছেলে দুটি বলতে দুই অন্তরঙ্গ বন্ধু অমৃত ও ইসাবকে বোঝানো হয়েছে।
আলোচ্য দুই বন্ধুর আচার-আচরণ, পোশাক পরিচ্ছদ ইত্যাদির মধ্যে বহু মিল থাকলেও তফাত ছিল—
(i) সম্প্রদায়গত পরিচয়ে এবং
(ii) অমৃতের মা, বাবা ও তিন ভাই থাকলেও, বাবা ছাড়া ইসাবের আর কেউ ছিল না।
0 Comments