Ad Code

সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।- 'সে' কে? 'আমি আর কখনো ফিরে আসব না' বলার কারণ কী

সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।- 'সে' কে? 'আমি আর কখনো ফিরে আসব না' বলার কারণ কী?

Answer: 

পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনুদিত 'অসুখী একজন' কবিতায় 'সে' বলতে অপেক্ষমানা মেয়েটির কথা বলা হয়েছে। কর্তব্যের খাতিরে স্বদেশ-স্বজন ছেড়ে কবি কথক হয়েছেন সুদুরের যাত্রী। বছরের পর বছর কেটে গেলেও তিনি ফিরে আসতে পারেননি। ঘটনাটি হৃদয়বিদারক হলেও তিনি প্রতীক্ষারতা মেয়েটিকে জানিয়ে যেতে পারেননি তাঁর না ফেরার কথা। বোধ করি সে কারণেই মেয়েটি দরজায় দাঁড়িয়ে কথকের ফেরার প্রতীক্ষা করেছিল বছরের পর বছর।

Post a Comment

0 Comments

Close Menu