Ad Code

Seats of mbbs | number of medical colleges

MBBS এর আসন সংখ্যা বেড়েছে 97%

কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পওয়ার জানিয়েছেন, দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়েছে বিপুল পরিমাণে। ২০১৪ সালে মেডিক্যাল কলেজের সংখ্যা ছিল মোট ৩৮৭টি, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৬০টিতে । অর্থাৎ মোট ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে মেডিক্যাল কলেজের সংখ্যা।


তিনি আরও জানান, এমবিবিএস-এর আসন সংখ্যাও বৃদ্ধি পেয়েছে প্রায় ৯৭ শতাংশ। ২০১৪-তে যে সংখ্যা ছিল ৫১, ৩৪৮ টি তা এখন বেড়ে দাঁড়িয়েছে ১,০১,০৪৩টিতে। এর মধ্যে সরকারি কলেজে রয়েছে ৫২,৭৭৮টি আসন এবং বেসরকারি মেডিক্যাল কলেজে রয়েছে ৪৮,২৬৫টি আসন। 

Post a Comment

0 Comments

Close Menu