ঊষা(Dawn) :
সূর্যোদয়ের ঠিক আগে, পৃথিবীর অন্ধকার অংশ ছায়াবৃত্ত পেরিয়ে আলোকিত অংশে প্রবেশ করতে শুরু করে। এই সময় সূর্যের আলো বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্বদিকের আকাশে ক্ষীণ আলোর সৃষ্টি হয়। এই সময়টিকে বলে ঊষা।
গোধূলি(Twilight/Dusk/Gloaming) :
সূর্যাস্তের ঠিক পরে, পৃথিবীর আলোকিত অংশ ছায়াবৃত্ত পেরিয়ে অন্ধকার অংশে প্রবেশ করতে শুরু করে। এই সময় সূর্যের আলো ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে ক্ষীণ আলোর সৃষ্টি হয়। এই সময়টিকে বলে গোধূলি।
0 Comments