র্যানি নিকেল কী | এর ব্যবহার লেখো | সংকেত
অ্যালুমিনিয়াম ও নিকেলের (50 : 50) সংকর ধাতুকে লঘু NaOH দ্রবণসহ ফোটালে অ্যালুমিনিয়াম ক্ষারে দ্রবীভূত হয়ে যায় এবং অবশেষরূপে সূক্ষ্ম নিকেল কণা পড়ে থাকে। এই সূক্ষ্ম নিকেল কণাকে বলে র্যানি নিকেল।
সংকেত | বিক্রিয়া :
2Al + 6H2O + 2NaOH → 2Na[Al(OH)4] + 3H2
ব্যাবহার : র্যানি নিকেল অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বিজারণে ব্যবহৃত হয় ।
0 Comments