আলেয়া :
বদ্ধ জলাভূমিতে উদ্ভিজ্জ ও প্রাণীজ পদার্থের অন্তর্গত বিভিন্ন জৈব যৌগগুলির জীবাণুঘটিত পচনের ফলে মিথেন উৎপন্ন হয়। আবার অনেক সময় প্রাণীদেহের পচনের ফলে জলাভূমিতে মিথেনের পাশাপাশি ফসফিন (PHz) ও ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড (P2H4) −ও উৎপন্ন হয়। অর্থাৎ, জলাভূমিতে উৎপন্ন মিথেনের সঙ্গে PH3 ও P2H4 মিশে থাকে। P2H4 বায়ুতে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে এবং এর দহনের ফলে যে তাপ উৎপন্ন হয় তাতে মিথেনও নীলাভ শিখায় জ্বলতে থাকে। এর ফলে এক বিচরণশীল অলোকশিখার সৃষ্টি হয় যা আলেয়া (Will O’ the wisp) নামে পরিচিত। এটি একটি প্রাকৃতিক ঘটনা, কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা নয় ।
0 Comments