মাধ্যমিক 2023
Suggestions
Life Science
- লজ্জাবতীর পাতায় এবং কাণ্ডে চলনের মধ্যে কোন পার্থক্য লক্ষ্য করা যায় কি যুক্তিসহ লেখ।
- খাদ্য উৎপাদনে হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখ।
- কোন হরমোন কে ক্যালরিজেনিক হরমোন বলা হয় এবং কেন?
- অ্যাড্রিনালিন হরমোন এর কাজ লেখ।
- ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য লেখ।
- হরমোন ও স্নায়ুতন্ত্রের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখ।
- প্রান্তসন্নিকর্ষ বা সাইন্যাপস কাকে বলে।
- গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্কের কাজ লেখ।
- মেনিনজেস কি?
- সুষুম্নাকান্ডের কাজ লেখ।
- দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি একটি শব্দ চিত্রের সাহায্যে দেখাও।
- নিউরোগ্লিয়া কি?
- প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও?
- উপযোজন কাকে বলে? এটি কিভাবে ঘটে ব্যাখ্যা কর?
- প্রেসবায়োপিয়া কি?
- সাইনোভিয়াল তরল কি ? CSF কি?
- ফ্লেক্সর ও এক্সটেন্সর পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীত ধর্মী উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর?
- ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কি?
- জিব্বেরেলিন হরমোনের কাজ লেখ?
- ACTH, STH, TSH, সম্পর্কিত হরমোনাল রোগের নাম
- মাছের গমনে সাহায্যকারী অংশগুলির নাম ও ভূমিকা?
- কব্জা ও বল শকেট সন্ধির উদাহরণ ও কাজ?
- করোটি স্নায়ুর নাম ও প্রকৃতি?
- প্রকরণ চলনের কারণ কি?
- ট্রপিক, ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য?
- দৌড়ানোর সময় স্নায়ুতন্ত্র কিভাবে বিভিন্ন তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে তার শব্দ চিত্রের সাহায্যে দেখাও?
- অটোজোম ও সেক্স ক্রোমোজোম এর মধ্যে পার্থক্য কি?
- প্রফেজ ও টেলোফেজ এর ক্ষেত্রে বিপরীত ধর্মী পরিবর্তন ঘটে ব্যাখ্যা কর?
- একটি প্রাণী কোশের বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে?
- মিওসিস কে হ্রাস বিভাজন বলা হয় কেন?
- ক্রসিং ওভার কি ? এর গুরুত্ব কি?
- কোশ চক্রের S দশার গুরুত্ব লেখ?
- কোশ চক্র এর G0 দশা কি?
- মাইক্রোপ্রোপাগেশন এর গুরুত্ব কি? পদ্ধতিটি রেখাচিত্রের সাহায্যে দেখাও?
- সিয়ন ও স্টক কি?
- অপুংজনি কি উদাহরণ দাও?
- জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কিভাবে কোশ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা কর?
- অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ ও মাইটোসিসকে পরোক্ষ বিভাজন বলা হয় কেন?
- কোশ বিভাজনে সেন্ট্রোজোম, মাইক্রোটিয়াবিউল, গলগি বডি এর ভূমিকা লেখ
- অ্যানাফেজ চলাকালীন সেন্ট্রোমিয়ার কি ভূমিকা পালন করে?
- মিয়োসিস কোশ বিভাজনের তাৎপর্য লেখ?
- অযৌন ও যৌন জননের পার্থক্য লেখ?
- আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি ও উগ্যামির পার্থক্য লেখ?
- স্বপরাগযোগ ও ইতরপরাগযোগ এর সুবিধা লেখ?
- দ্বিনিষেক কাকে বলে?
- ইমাসকুলেশন কাকে বলে?
- সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক এবং নতুন উদ্ভিদের গঠন কিভাবে হয় ব্যাখ্যা কর?
- উদ্ভিদ কোশে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা(2n) ১৮ হলে মেসোফিল কলা কোশে ও পুংজনন কোশে ক্রোমোজোম সংখ্যা কত হবে?
- জল পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখ?
- ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখ?
- জীবের বৃদ্ধির পর্যায়গুলি সম্পর্কে লেখ?
- বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লেখ?
- মানব বিকাশে বয়ঃসন্ধি কালের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলি লেখ?
- ইতর পারাগযোগ একটি অনিশ্চিত প্রক্রিয়া ব্যাখ্যা কর?
- কৃষিকাজে ও উদ্যান বিদ্যায় অঙ্গজ জনন বেশি সুবিধ জনক কেন?
- স্বপরাগযোগ না ইতর পরাগযোগ কোনটি অভিব্যক্তি সৃষ্টিতে অধিক উপযুক্ত বলে তুমি মনে কর?
- অ্যালিল কাকে বলে? জীন ও অ্যালিলের মধ্যে সম্পর্ক কি?
- মানবদেহে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর?
- প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর?
- জিনোটাইপ ও ফিনোটাইপ এর মধ্যে সম্পর্ক কি?
- মিউটেশন কাকে বলে?
- মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন নির্বাচন করেছিলেন?
- দ্বিসংকর জনন পরীক্ষায় প্রথম জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YyRr থেকে সম্ভাব্য কি কি গ্যামেট উৎপন্ন হবে?
- টেস্ট ক্রস কি?
- সংকর জিব সর্বদা হেটারো জাইগাস অবস্থাতে থাকে কেন?
- হিমোফিলিয়া রোগের লক্ষণ লেখ?
- ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝো?
- বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা কি?
- পুরুষদের হেটেরোগ্যামেটিক বলা হয় কেন এবং স্ত্রীদের হোমোগ্যামেটিক বলে কেন?
- অনেক সময় দেখা যায় যে মা-বাবা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে তা কিভাবে সম্ভব ব্যাখ্যা কর?
- পুরুষরা বর্ণান্ধ এর বাহক হয় না কেন?
- একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিয়ে করল তাদের একটি কন্যা সন্তান হল কন্যা সন্তানটি বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও
- ফিনোটাইপ ও জিনোটাইপ এর উপর নির্ভর করে কিন্তু জিনোটাইপ ফিনোটাইপ এর উপর নির্ভর করে না কেন?
- একজন পুরুষের X ক্রোমোজোমের হিমোফিলিয়ার জীন থাকলে তার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ ব্যাখ্যা কর?
- সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন?
- মটর গাছ উভলিঙ্গ ও স্বপরাগী হওয়ায় মেন্ডেলের কি সুবিধা হয়েছিল?
- জীবের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক গুলির এবং উৎপন্ন জৈব যৌগের নাম লেখ?
- ল্যামার্কের মতবাদের বিপক্ষে দুটি উদাহরণ দাও?
- সুন্দরী গাছের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো?
- পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব লেখ?
- শিম্পাঞ্জিরা খাওয়ারের জন্য কিভাবে উইপোকা শিকার ধরে তা ব্যাখ্যা কর?
- ডারউইনের মতবাদ অনুযায়ী কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর?
- সংক্ষেপে মেরুদন্ডী প্রাণীর তুলনামূলক ভ্রুণতত্ত্ব প্রমাণটি যে বিবর্তনের সাহায্য করে তা বর্ণনা কর?
- সুন্দরী উদ্ভিদের লবণ সহনের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ?
- অপসারী ও অভিসারী অভিযোজনের পার্থক্য লেখ?
- জলে ভাষার জন্য রুই মাছের কি কি অভিযোজন দেখা যায়?
- জীবদেহে একাধিক নিষ্ক্রিয় অঙ্গ থাকার কারণ কি?
- ডারউইনের মতবাদ সর্বজনীনভাবে গৃহীত হয় কেন?
- সৃষ্টির আদি লগ্নে পৃথিবীপৃষ্ঠের পরিবেশ ছিল বিজারণধর্মী কিন্তু পরে পৃথিবীপৃষ্ঠে জারন ধর্মী পরিবেশ সৃষ্টি হল কিভাবে?
- পায়রা অনেকক্ষণ উড়লেও ক্লান্ত হয় না কেন?
- সমসংস্থ অঙ্গ কি ধরনের বিবর্তনকে সমর্থন করে ব্যাখ্যা কর?
- একটি মৌচাকে কোন শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিকে কিভাবে খাদ্যের সন্ধান দেয়?
- নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলি কি ধরনের অভিযোজন এ সাহায্য করে লেখ?
- ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তর, সুন্দরীর শ্বাসমূল, মৌমাছির নৃত্য?
- প্রজাপতির ডানা ও পাখির ডানার মধ্যে বিবর্তনগত পার্থক্য বুঝিয়ে দাও?
- SPM, PAN, GREEN HOUSE GAS কি?
- অ্যাজমা ও ব্রঙ্কাইটিস রোগে পরিবেশ দূষণের ভূমিকা কি?
- বিলাসবহুল ও আরামদায়ক জীবন যাত্রা বায়ু দূষণের একটি অন্য তম কারণ ব্যাখ্যা কর?
- হট স্পট নির্ধারণের শর্ত কি এর গুরুত্ব কি?
- বিশ্ব উষ্ণায়নের ফলে ও বহিরাগত প্রজাতির অণুপ্রবেশের ফলে কিভাবে জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে লিখ?
- সুন্দরবন কে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন?
- KRYOPRESERVATION কি?
- সিংহ, কুমির, রেড পান্ডা সংরক্ষণে র ব্যবস্থাপনা?
- নাইট্রোজেন চক্রের ধাপ সমূহ বর্ণনা কর?
- BOD, COD, Bio Magnification, EUTRIFICATION কি?
- ক্রম বর্ধমান জনসংখ্যা কিভাবে পরিবেশ, কৃষিজমি, মিষ্টি জলের উপর প্রভাব বিস্তার করে?
- JFM কি এর ভূমিকা কি?
- বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা কি?
- ভুল কাজের ফলে যে নাইট্রোজেন চক্রের ব্যাঘাত ঘটছে এর ফলে বায়ু ও জল এর উপর কি প্রভাব পড়বে তা লিখ?
- দুর্যোগ সুন্দরবনে খাদ্য খাদক সংখ্যার ভারসাম্য ব্যাঘাত ঘটাচ্ছে বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা কর?
- সুন্দরবনের একটি পরিবেশগত সমস্যা হল দূষণ ব্যাখ্যা কর?
- জলাভূমির গুরুত্ব কি?
- অ্যাসিড বৃষ্টি, ফুসফুস ক্যান্সারের কারণ ও ফলাফল?
- জল ও শব্দ দূষণের ফলাফল কি
0 Comments