বর্ষাকালে মেঘ কালো বর্ণের হয় কেন ?
Ans... বর্ষাকালে বেশি জলীয় বাষ্প ঘনীভূত হয়ে প্রচুর জলকণা সমৃদ্ধ মেঘে পরিণত হয়। এই প্রকার মেঘে জলকণার সঙ্গে প্রচুর ধূলিকণা, বালিকণা, লবণকণা মিশ্রিত থাকে ফলে মেঘের মধ্য দিয়ে সূর্যালোক প্রতিফলিত হয় না। তাই মেঘের বর্ণ কালো মনে হয় ।
0 Comments