কোনো একটি ট্রফিক স্তরের সবগুলো জীবকে যদি মেরে ফেলা হয় তাহলে কী ঘটবে?
খাদ্য-খাদকের ভিত্তিতে কোনো বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত জীবগুলির কার্যকারী অবস্থানকে ট্রফিক স্তর বলে।
যদি আমরা একটি ট্রফিক স্তরের সমস্ত প্রাণীদের হত্যা করি তাহলে পরবর্তী ট্রফিক স্তরের প্রাণীরা খাদ্য পাবে না। তার ফলে তাদের খাদ্যের অভাবে মৃত্যু হবে, অথবা তারা খাদ্যের জন্য অন্য জায়গায় ছড়িয়ে পড়বে, খাদ্যশৃঙ্খলের ভারসাম্য নষ্ট হবে। অর্থাৎ সেই ট্রফিক স্তর থেকে পরবর্তী ট্রফিক স্তরে খাদ্য এবং শক্তির সঞ্চালন বন্ধ হয়ে যাবে।
যে ট্রফিক স্তরের প্রাণীদের হত্যা করা হয়েছে তার পূর্ববর্তী ট্রফিক স্তরের প্রাণীরা খাদক না থাকার জন্য সংখ্যায় বৃদ্ধি পাবে। তার ফলে বাস্তুতন্ত্রে ভারসাম্য নষ্ট হবে।
উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, যদি আমরা কোনো বনাঞ্চলের সমস্ত তৃণভোজী প্রাণীদের, (হরিণ, খরগোশ প্রভৃতি) হত্যা করি, তাহলে বনের মাংসাশী প্রাণীগণ (বাঘ, সিংহ প্রভৃতি) খাদ্য পাবে না, তার ফলে মাংসাশী প্রাণীগণ খাদ্যের অভাবে মারা যাবে অথবা খাদ্যের খোঁজে তারা অন্য জায়গায় চলে যাবে। কিংবা মানুষকে আক্রমণ করবে। অপরদিকে মাংসাশী প্রাণীদের যদি নির্বিচারে হত্যা করা হয়, তাহলে তৃণভোজী প্রাণীর সংখ্যায় বৃদ্ধি পাওয়ার ফলে উদ্ভিদ, শস্য খেত ধ্বংস করবে।
0 Comments