সৌর পুকুর (Solar Pond) : সৌর পুকুর হল একধরনের কৃত্রিম জলাশয় যেখানে সৌর শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে তাপ ধরে রাখা হয়। এইধরনের বিশেষ পুকুরে সোডিয়াম ক্লোরাইড ও ম্যাগনেশিয়াম ক্লোরাইডের অসম্পৃক্ত দ্রবণ রাখা হয়। এই অসম্পৃক্ত দ্রবণ সৌর বিকিরণ থেকে তাপ শোষণ করে। এই তাপ 90°C কিংবা তার বেশি হয়ে থাকে। ভারতবর্ষের পুদুচেরিতে 36,000 বর্গমিটার আয়তনবিশিষ্ট দুটি সৌর পুকুর নির্মাণ করা হয়েছে। জলাশয় মধ্যস্থ এই তাপ গৃহস্থালির বিভিন্ন কাজে ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে।
0 Comments