'ফ্লেক্সর ও এক্সটেনশর পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী – উপযুক্ত উদহারণের সাহায্যে ব্যাখ্যা করো।
Ans...
1) ফ্লেক্সর পেশির ক্রিয়ার ফলে সংশ্লিষ্ট অস্থিগুলি পরস্পরের কাছে আসে অন্যদিকে এক্সটেনশর পেশির ক্রিয়ায় সংশ্লিষ্ট অস্থিগুলি পরস্পর থেকে দূরে সরে যায়।
2) ফ্লেক্সর পেশির সংকোচনের ফলে সংশ্লিষ্ট অস্থি দুটির মধ্যে কৌণিক দূরত্ব কমে (যেমন : বাইসেপস্ পেশির ক্রিয়ায় কনুই ভাঁজ হয় অর্থাৎ পুরোবাহু বাহুর কাছে আসে) অন্যদিকে এক্সটেনশর পেশির সংকোচনের ফলে সংশ্লিষ্ট অস্থি দুটির মধ্যে কৌণিক দূরত্ব বাড়ে (যেমন : ট্রাইসেপস্ পেশির সংকোচনের ফলে ভাঁজ করা হাত প্রসারিত হয়ে যায় অর্থাৎ পুরোবাহু বাহুর কাছ থেকে দূরে সরে যায়।)
0 Comments