দীর্ঘদিন ধরে অব্যবহৃত তামার বাসনকে ভালোভাবে পরিষ্কার করে তবেই ব্যবহার করা উচিত—ব্যাখ্যা করো।
দীর্ঘ দিন ধরে অব্যবহৃত তামার বাসনের ওপর বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় বেসিক কপার কার্বনেটের সবুজ আস্তরণ পড়ে। বেসিক কপার কার্বনেট মানবদেহের পক্ষে ক্ষতিকারক, খাবারের সঙ্গে এটি দেহে প্রবেশ করলে বিষক্রিয়ার সৃষ্টি করে। এ ছাড়াও দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে এর ওপর ধুলো-ময়লা জমে থাকে ও বিভিন্ন রোগসৃষ্টিকারী জীবাণু বাসা বাঁধতে পারে। তাই এ ধরনের তামার বাসন ভালোভাবে পরিষ্কার করে তবেই ব্যবহার করা উচিত।
0 Comments