Ad Code

দীর্ঘদিন ধরে অব্যবহৃত তামার বাসনকে ভালোভাবে পরিষ্কার করে তবেই ব্যবহার করা উচিত—ব্যাখ্যা করো

দীর্ঘদিন ধরে অব্যবহৃত তামার বাসনকে ভালোভাবে পরিষ্কার করে তবেই ব্যবহার করা উচিত—ব্যাখ্যা করো।

দীর্ঘ দিন ধরে অব্যবহৃত তামার বাসনের ওপর বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় বেসিক কপার কার্বনেটের সবুজ আস্তরণ পড়ে। বেসিক কপার কার্বনেট মানবদেহের পক্ষে ক্ষতিকারক, খাবারের সঙ্গে এটি দেহে প্রবেশ করলে বিষক্রিয়ার সৃষ্টি করে। এ ছাড়াও দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে এর ওপর ধুলো-ময়লা জমে থাকে ও বিভিন্ন রোগসৃষ্টিকারী জীবাণু বাসা বাঁধতে পারে। তাই এ ধরনের তামার বাসন ভালোভাবে পরিষ্কার করে তবেই ব্যবহার করা উচিত।

Post a Comment

0 Comments

Close Menu