Ad Code

ফিলাডেলফিয়া ক্রোমোজোম | Philadelphia Chromosome

 ফিলাডেলফিয়া ক্রোমোজোম | Philadelphia Chromosome : 

মানুষের 9 নং এবং 22 নং ক্রোমোজোমের দীর্ঘ বাহুর মধ্যে ট্রান্সলোকেশন এর ফলে 22 নং ক্রোমোজোমের দীর্ঘ বাহু (q) স্বাভাবিক ক্রোমোজোমের তুলনায় ছোটো হয়, একে ফিলাডেলফিয়া ক্রোমোজোম (Philadelphia Chromosome) বলে। আমেরিকার ফিলাডেলফিয়া শহরে প্রথম আবিষ্কার হয় বলে এই নামকরণ করা হয়েছে। 

এক্ষেত্রে 9 নং ক্রোমোজোম এ অবস্থিত ABL জীন একটি protoonchogene যা ট্রানসলোকেশন এর ফলে 22 নং ক্রোমোজোম এ স্থানান্তরিত হয়। 

গুরুত্ব: এর ফলে মানুষের দেহে ক্রনিক মায়েলোজেনাস লিউকেমিয়া (CML) হয়।

Post a Comment

0 Comments

Close Menu