Ad Code

মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান আন-কমন প্রশ্ন | Madhyamik 2023 Life Science Uncommon Question Suggestions

মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান আন-কমন প্রশ্ন


1. অ্যাক্সন গঠনে মায়েলিন আবরণী ও সোয়ান কোষের ভূমিকা কি?

2. কি কি কারনে জমি ব্যবহারের পরিবর্তন ঘটে? এর ফলাফল কি হতে পারে?

3. ভারতে জীব বৈচিত্র্য হটস্পট এর সঙ্গে উচ্চ পর্বতের সম্পর্ক কি?

4. শিল্পে জীব বৈচিত্রের একটি তালিকা তৈরি কর?

5. তাপমাত্রা হঠাৎ কমে গেলে স্নায়বিক পরিবহনের পথটি কেমন হবে তা অঙ্কন কর?

6. ভেগাস একটি মিশ্র স্নায়ু - ব্যাখ্যা কর?



7. একজন চাষী অঙ্গজ বংশবিস্তারে কি কি সুবিধা পায়?

8. ইলিশ মাছ মিষ্টি জলে এসে ডিম পাড়ার সময় কোন কোন সমস্যার সম্মুখীন হয়?

9. প্লাস্টিক ও ভারী ধাতু জীব বৈচিত্র ধ্বংস করে - ব্যাখ্যা কর?

10. দূষণ কিভাবে স্বাস্থ্য বিপর্যয় ঘটায়?

11. সুন্দরবনের একটি পরিবেশগত সমস্যা হলো দূষণ - ব্যাখ্যা কর?

12. ইতর পরাগযোগের সম্ভাব্য কারণ গুলি লেখ?

13. মেন্ডেল দ্বি সংকর জনন পরীক্ষায় 9:3:3:1 অনুপাতটি পেয়েছিলেন কেন?

14. দুর্যোগ সুন্দরবনে খাদ্য-খাদক সংখ্যার ভারসাম্য ব্যাঘাত ঘটাচ্ছে - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা কর?

15. হাতি, একশৃঙ্গ গন্ডার, গোসাপ, মৌমাছি, মেরু ভাল্লুক, কস্তুরী মৃগ, মৌরলা পুঁটি, গঙ্গার শুশুক, ভারতীয় বাঘ এদের বিপন্নতার কারন কি ? 

16. পশ্চিমঘাট কে হটস্পট বলার কারণ কি?

17. জনসংখ্যা বৃদ্ধির ফলে জীব বৈচিত্র ধ্বংস হয়, ওষুধি উদ্ভিদের সাপেক্ষে বক্তব্যটির যথার্থতা বিচার কর?

18. ভারতের বিভিন্ন শহরে জনসংখ্যার বৃদ্ধি ভূগর্ভস্থ জলের সংকট বৃদ্ধি করছে - বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা কর?

19. মানুষের বসতি বৃদ্ধি কিভাবে বাস্তুতন্ত্রের উপর প্রভাব বিস্তার করেছে তার একটি ধারনা মানচিত্র অঙ্কন কর?

20. বৈচিত্র সংরক্ষণে JFM ও PBR প্রধান দুটি হাতিয়ার - ব্যাখ্যা কর?

21. ভুল কাজের ফলে যে নাইট্রোজেন চক্রের ব্যাঘাত ঘটছে এর ফলে বায়ু ও জল এর উপর কি প্রভাব পড়বে তা লিখ?

22. গর্ভাবস্থায় সূচনা হওয়ার পর প্রজেস্টেরন কি কি ভূমিকা পালন করে?

23. X ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরা বেশি আক্রান্ত হয় কেন?

24. বিবর্তন প্রকৃতপক্ষে অতি বিশেষত্ব ও বিলুপ্তির সম্ভাবনা তত্ত্বকে প্রতিষ্ঠা করে - ব্যাখ্যা করো?

25. একজন ডাক্তার কিভাবে ব্রংকাইটিস ও ফুসফুসের ক্যান্সারের মধ্যে পার্থক্য নিরূপণ করে?

26. স্থানীয় জীববৈচিত্র সংরক্ষণে বিদ্যালয় কি কি ভূমিকা পালন করতে পারে?

27. জনসংখ্যা বৃদ্ধির ফলে পরাগ মিলনের সাহায্যকারী জীববৈচিত্র কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তা আলোচনা কর?

28. কুমির সংরক্ষণে কোন দুটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়?

29. সিটু সংরক্ষণ বাঘের সংখ্যার উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি ঘটিয়েছে, যথার্থতা বিচার কর?

30. স্যামন মাছ ও মেনার্ক প্রজাপতির চালিকাশক্তি কি ?

31. উপযোজন কিভাবে দুর্ঘটনা এড়িয়ে গাড়ি চালাতে সক্ষম হয়?

32. রেড পান্ডা ও কুমির সংরক্ষণের জন্য কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়?

33. ব্রঙ্কাইটিস ও ফুসফুসের ক্যান্সারের সঙ্গে মানুষের পেশার কি সম্পর্ক আছে তা ব্যাখ্যা কর।?

34. অক্ষিগোলকের কাজের সঙ্গে সংশ্লিষ্ট করোটি স্নায়ু গুলির নাম লেখ?

35. মানবদেহে দূষণের প্রভাবের একটি মানস মানচিত্র অঙ্কন কর ?

36. দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে আর্থোপোডা ও স্তন্যপায়ী প্রাণীর কিভাবে বিলুপ্তির সম্মুখীন হচ্ছে - আলোচনা কর?




Post a Comment

0 Comments

Close Menu