লোফলার্স সিনড্রোম (Loffler's Syndrome) : মানুষের দেহে অ্যাসকারিসের র্যাবডিটিফর্ম লার্ভা ফুসফুসে অবস্থানকালে ফুসফুসীয় রক্তজালক ভেদ করে অ্যালভিওলাইতে প্রবেশ করে এবং সেই সময় রক্তক্ষরণ ঘটে। ফলে বায়ুথলিগুলি বন্ধ হয়ে যায় এবং ফুসফুসে ইওসিনোফিল সঞ্চিত হয়ে নিউমোনিয়ার মতো লক্ষণ প্রকাশিত হয় যেমন জ্বর, কাশি, শ্বাসকষ্ট, থুতুর সঙ্গে রক্ত নির্গমন , একেই লোফলার্স সিনড্রোম বলে বিজ্ঞানী Loffler, 1932 সালে এটি ব্যাখ্যা করেন তাই তার নামানুসারে একে লোফলার্স সিনড্রোম বলে। একে ইওসিনোফিলিক নিউমোনিয়া বা অ্যাসকারিস নিউমোনিয়া-ও বলা হয়।
0 Comments