হট স্প্রিং | উষ্ণপ্রস্রবন| Hot Spring :
বৃষ্টির জল বা ভৌমজল ভূত্বকের ফাটলের মধ্যে দিয়ে ভু অভ্যন্তরে প্রবেশ করলে তা ভু অভ্যন্তরস্থ তাপীয় শক্তির প্রভাবে উত্তপ্ত হয়ে ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ দিয়ে উষ্ণ জলের প্রবহরুপে বেরিয়ে আসে, একেই হট স্প্রিং বলে। এই জলের উষ্ণতা ভূপৃষ্ঠের জলের উষ্ণতা অপেক্ষা অনেক বেশি হয়।
0 Comments