ইকোটাইপ | Ecotype :
নির্দিষ্ট প্রজাতির জীব বিভিন্ন পরিবেশে বসবাস ও অভিযোজিত হওয়ার ফলে অঙ্গসংস্থানিক, শারিরস্থানিক ও জিন গত ভাবে পৃথক হলে, তাদের একে অপরের ইকোটাইপ (Ecotype) ইকোলজিকাল রেস বা ফিজিওলজিক্যাল রেস বলে।
একই প্রজাতির অন্তর্গত বিভিন্ন ইকোটাইপ আন্ত প্রজননে সক্ষম।
উদাহরণ - তুন্দ্রা রেনডিয়ার (Tundra reindeer) ও উডল্যান্ড রেনডিয়ার (woodland reindeer) হল রেনডিয়ার এর ইকোটাইপ
0 Comments