Ad Code

কুরি বিন্দু( Curie Point)

 কুরি বিন্দু( Curie Point) : 

একটি চুম্বকে উত্তপ্ত করতে থাকলে একটি নির্দিষ্ট উষ্ণতায় চুম্বকের চুম্বকত্ব প্রায় লোপ পায় ও সেটি অচৌম্বক পদার্থে রূপান্তরিত হয়। ওই নির্দিষ্ট উষ্ণতাকে ওই পদার্থের কুরি বিন্দু বলে। চুম্বকের উপাদান আলাদা হলে কুরি বিন্দুও আলাদা হয়।

Post a Comment

0 Comments

Close Menu