কয়লাকে ‘মুকুটহীন রাজা' বলা হয় কেন ?
(1) কয়লার বদলে খনিজ তেল, জলপ্রবাহ ও তেজস্ক্রিয় মৌল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় ।
(2) বর্তমানে পৃথিবীব্যাপী কয়লা জোগানের অনিশ্চয়তা লক্ষ করা যাচ্ছে।
(3) কয়লা থেকে তাপবিদ্যুৎ উৎপাদন পরিবেশদূষণ ঘটায়।
বর্তমানে উপরোক্ত কারণগুলির জন্য কয়লার গুরুত্ব হ্রাস পাওয়ায় কয়লাকে ‘মুকুটহীন রাজা' বলা হয়।
0 Comments