Ad Code

অন্তর্ধৃতি | Adsorption

 প্যালাডিয়াম, প্লাটিনাম প্রভৃতি ধাতু উত্তপ্ত অবস্থায় বা সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস কে শোষণ করতে পারে। আবার তাপ দিলে এই শোষিত হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসে। এই ঘটনাকে অন্তর্ধৃতি (Adsorption) বলে, এবং ধাতব পৃষ্ঠে শোষিত হাইড্রোজেন কে অন্তর্ধৃত হাইড্রোজেন বলে। 


অন্তর্ধৃতির শর্ত- 

১) সাধারণ বা অল্প উষ্ণতায় ঘটে।

২) পদার্থের উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে অন্তর্ধৃতি বাড়ে।

৩) বিশেষ কিছু ধাতুর ক্ষেত্রে এটি ঘটে যেমন - প্যালাডিয়াম, প্লাটিনাম।

Post a Comment

0 Comments

Close Menu