তিমি আসলে মাছ নয়, কারণ মৎস্য শ্রেণির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি যেমন— জোড়-বিজোড় পাখনা, আঁশ, পার্শ্বরেখা প্রভৃতি তিমির দেহে অনুপস্থিত। এরা স্তন্যপায়ী প্রাণী। কারণ— (১) তিমি বাচ্চা প্রসব করে এবং বাচ্চাকে স্তনদুগ্ধ পান করিয়ে বড়ো করে তোলে। (২) মায়ের গর্ভে থাকার সময় শিশু তিমিদের ত্বকে লোম থাকে। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর সব লোম ঝরে যায় শুধুমাত্র নাসারন্ধ্রের কাছে কিছু লোম থাকে। ও দেহে শ্বাসকার্যের জন্য ফুসফুস উপস্থিত। (৩) দেহে শ্বাস কার্যের জন্যে ফুসফুস উপস্থিত। (৪) এরা উষ্ণ রক্তের প্রাণী।
0 Comments