আদমশুমারি | Population Census :
জনগণনা এবং জনগণনা-সংক্রান্ত বিভিন্ন তথ্য (যেমন— জনঘনত্ব, নারী-পুরুষের অনুপাত, স্বাক্ষরতার হার ইত্যাদি) সংগ্রহের কাজকে আদমসুমারি বলে।
ভারতবর্ষে প্রতি 10 বছর অন্তর এই গণনা করা হয়। 2011 সালের গণনা অনুসারে ভারতের জনসংখ্যা ছিল 121 কোটির বেশি। পুরুষ – প্রায় 62 কোটি, নারী 59 কোটি। সমগ্র দেশে স্বাক্ষরতার হার ছিল 74% (পুরুষ – 82%, নারী 66%)।
0 Comments