শক্তি প্রবাহ একমুখী কারণ উৎপাদক দ্বারা আবদ্ধ শক্তি কখনও সৌরজগতে ফিরে যেতে পারেনা। আবার খাদকের দেহে সঞ্চিত শক্তি কোনোভাবেই বিপরীত ভাবে খাদক থেকে উৎপাদকের দেহে ফিরে যেতে পারে না। বাস্তুতন্ত্রে খাদ্য খাদক সম্পর্ক যুক্ত জীবেরা একে অপরের উপর নির্ভরশীল। যেহেতু এই খাদ্য খাদক সম্পর্ক উভমুখি হয় না, তাই উৎপাদক থেকে খাদ্য শক্তি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর খাদকের দেহে পর্যায়ক্রমে একমুখী ভাবে স্থানান্তরিত হয়।
0 Comments