কয়লা কে জীবাশ্ম বলে কেন
জীবদেহ ( উদ্ভিদ ও প্রাণী ) থেকে যে সকল পদার্থ সৃষ্টি হয়, তাকে জৈব পদার্থ বলে। লক্ষ লক্ষ বছর আগে নানা প্রাকৃতিক কারণে বিশাল বনভূমি মাটির নিচে চাপা পড়ে এবং দীর্ঘ কাল ধরে চাপ, তাপ ও রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে উদ্ভিদেহ কয়লায় পরিণত হয়। অর্থাৎ, উদ্ভিদ দেহ থেকে কয়লার সৃষ্টি হয় বলে কয়লা কে জীবাশ্ম বলে।
0 Comments