বিয়োজন বিক্রিয়া (Decomposition Reaction) :
যে রাসায়ানিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। এই বিক্রিয়া টি হলো প্রত্যক্ষ্য সংযোগ বিক্রিয়ায় বিপরীত বিক্রিয়া।
যেমন - চুনাপাথর (CaCO3) উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড (CaO) এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়।
CaCO3 = CaO + CO2
0 Comments