Ad Code

LED র পুরো নাম কি | LED কি| What is LED

 LED র পুরো নাম কি | LED কি| What is LED : 

LED হল এক বিশেষ প্রকার ইলেকট্রিক বাল্ব (অর্ধ পরিবাহী) ja তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারে। সাধারণত এগুলি গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড ইত্যাদি অর্ধ পরিবাহী উপাদান দ্বারা গঠিত হয়। LED গুলি বিভিন্ন রঙের হতে পারে যেমন - লাল, নীল, সবুজ, কমলা এই চারটি রঙের বেশিরভাগ হয়ে থাকে। 

LED বাল্ব ব্যবহার করলে তড়িৎ শক্তি কম খরচ হয়। এগুলি খরচ সাশ্রয় করতে সাহায্য করে। 

Post a Comment

0 Comments

Close Menu