Ad Code

যোজ্যতা কাকে বলে

 যোজ্যতা : কোনো মৌলের একটি পরমাণু যে কয়টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে বা হাইড্রোজেন ঘটিত কোনো যৌগের অনু থেকে যতগুলি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে, সেই সংখ্যাকে ওই পরমাণুর যোজ্যতা বলে। 

যেমন - একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে জল গঠন করে। তাই অক্সিজেনের যোজ্যতা ২

Post a Comment

0 Comments

Close Menu