CO ২ এর ঘনত্ব বেশি থাকলে এই উৎসেচক RuBP কার্বক্সিলেজ রূপে কাজ করে RuBP ও CO ২ কে যুক্ত করে ২ অনু 3 PGA গঠন করে। অপরদিকে অক্সিজেনের ঘনত্ব বেশি হলে ওই উৎসেচক RuBP অক্সিজিনেজ রূপে কাজ করে এক অনু 3 PGA ও এক অনু 2 ফসফো গ্লাইকোলেট উৎপন্ন করে যা আলোক শ্বসনে লক্ষ্য করা যায়। একই উৎসেচকের দুই ধরনের ক্রিয়া থাকায় RuBisCO (রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ) উৎসেচক কে দ্বৈত উৎসেচক(Dual Enzyme) বলে।
0 Comments