Ad Code

রাহাত পদ্ধতি | Rahat Irrigation

রাহাত পদ্ধতি:-
রাহাত পদ্ধতি হল জল সেচের একটি পদ্ধতি। একে পারসি চাকা পদ্ধতিও বলা হয়। এই পদ্ধতিতে জলের উৎস হল পাতকুয়া। একটি বড়ো চাকা কুয়োর মুখের কাছে একটি অ্যাক্সলের সঙ্গে লাগানো থাকে। চাকাটি বেষ্টন করে থাকে একটি বেল্ট এবং তাতে লাগানো থাকে অনেক ধাতুর বালতি। পশুশক্তিকে কাজে লাগিয়ে ওই চাকা ঘুরিয়ে কুয়ো থেকে বালতির সাহায্যে জল তোলা হয়। এরপর সেই জল নালার সাহায্যে চাষের জমিতে ছড়িয়ে দেওয়া হয়।

অসুবিধা: 
(১) পশুশক্তি বা মানুষের শ্রম ব্যাবহৃত হওয়ায় সস্তা হলেও কম কার্যকরী।
(২) এই পদ্ধতিতে জলের অপচয় ঘটে।

Post a Comment

0 Comments

Close Menu